ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩; সময়: ৯:০৫ pm |
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১ জন, বাকি ৭ জন ঢাকার বাইরের। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৬ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮০ জন নতুন রোগী। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ৯১৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৫৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৮৭ হাজার ৮৯১ জনে।

আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪৩১ রোগী। এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৮ হাজার ৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭৬৪ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে