কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩; সময়: ৯:৪৭ am |
খবর > জাতীয়
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পদ্মাটাইমস ডেস্ক : দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ।

মৃত্যুকালে কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। তার স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী। বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।

মেজো ছেলে কাজী আনিস আহমেদ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রকাশক। এছাড়া কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে ইনাম আহমেদ জেমকন গ্রুপের পরিচালক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে