ছাত্রলীগের মহাসমাবেশ দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী যাত্রা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩; সময়: ১০:১৬ pm |
ছাত্রলীগের মহাসমাবেশ দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী যাত্রা

পদ্মাটাইমস ডেস্ক : শুক্রবার থেকে পুরোদমে নির্বাচনী যাত্রা শুরু করছে আওয়ামী লীগ। যার শুরুটা হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের মহাসমাবেশ দিয়ে। স্মরণকালের বড় ছাত্র জমায়েত ঘটাতে চায় ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠন। যেখানে নির্বাচনী দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরাবরই আগস্টের শেষ দিনে শোক দিবস নিয়ে স্মরণসভার আয়োজন করে থাকে ছাত্রলীগ। এবারের প্রস্তুতিও ছিলো সে রকমই। কিন্তু ৩১ আগস্ট এইচএসসি পরীক্ষা থাকায় সেটি পরদিন স্থানান্তর করা হয়।

নির্বাচনী আবহের প্রেক্ষাপটে শুধু স্মরণসভার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র জমায়েতকে মহাসমাবেশে রূপ দিতে চায় ছাত্রলীগ। ইতোমধ্যেই সেই প্রচার ঢাকা শহর ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাগুলোতেও।

প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যানও। এই ছাত্র মহাসমাবেশ থেকেই শিক্ষার্থীরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে শপথ নেবে, বলছেন সংগঠনটির নেতারা। প্রগতিশীল অন্য ছাত্র সংগঠনগুলোকেও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জানান, যারা আমাদেরকে খুনি ও সন্ত্রাসীদের সাথে সমঝোতা করতে বলেন তাদের লাল কার্ড দেখাবে ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্তভাবে শপথ নিতে চাই, দেশ বিরোধী যে কোন অপতৎপরতাকে তারুণ্য রুখে দেবে। নির্বাচন সামনে রেখে ছাত্র মহাসমাবেশ দিয়ে নির্বাচনী অভিযাত্রা শুরু করছে আওয়ামী লীগ। এরপর থেকে টানা জনসভা নিয়ে রাজনীতির মাঠ দখলে রাখতে চায় ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে বৈধ, নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে তারুণ্য প্রতিবাদ করবে। শুক্রবার বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে এরিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে