গুরুদাসপুরে ছয়টি ল্যাপটপসহ চোর চক্রের ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩; সময়: ৪:০৬ pm |
গুরুদাসপুরে ছয়টি ল্যাপটপসহ চোর চক্রের ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে ছয়টি ল্যাপটপসহ চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ আগস্ট গুরুদাসপুর থানায় ল্যাপটপ চুরির অভিযোগ করেন গুরুদাসপুর উপজেলার খুবজিপুরের আবু সাঈদ নামের এক ব্যক্তি। এরপর থেকে গুরুদাসপুর থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার সলংগা ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সলংগা থানার চড়িয়া কালিপাড়া গ্রামের রুবেল রানা (২৩), আনিসুর রহমান (২৩) এবং গুরুদাসপুরের আনন্দনগর গ্রামের সাহেব আলী (২৭)। এসময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ৩০ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে