শিবগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩; সময়: ১:৪৭ pm |
শিবগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিযোগিতা কমিটি আয়োজিত উপজেলা স্টেডিয়ামে পায়রা উড়িয়ে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এসময় তিনি বলেন, সমাজে মাদকের বিাংদ্ধে তারুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদককে ঠাঁই দেওয়া যাবে না। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে পড়াশোনা ও খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, আজকের তরুণরা আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায়, খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে।

আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। সকল শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা করতে আহ্বান জানিয়ে ডা. শিমুল এমপি বলেন, দেশকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।

জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

উদ্বোধনী খেলায় ২-০ গোলে মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসা দলকে হারিয়ে জয়লাভ করে চৈতন্যপুর উচ্চ বিদ্যালয় দল। প্রতিযোগিতায় ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে