পবায় রাজরাজেশ্বরী মন্দির পরিদর্শনে ইউএনও লসমী চাকমা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় পরেমশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজরাজেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা।
বুধবার সন্ধ্যায় পবা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নওহাটা রাজরাজেশ্বরী মন্দিরে ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা।
পবা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সমর কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ।
উপস্থিত ছিলেন, নওহাটা রাজরাজেশ্বরী মন্দিরে সভাপতি মদন মোহন সাহা, সাধারণ সম্পাদক কানাই কুমার সাহা, কৃষ্ণ কুমার সাহা, মধু সূদন সাহা প্রমুখ।