পুঠিয়ার বানেশ্বরে ৫০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ৫০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ( ধান বীজ, তিন ধরনের সার ও সিনজেনটা কোম্পানির বিভিন্ন ধরনের কীটনাশক) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বানেশ্বর কারিগর পাড়া একটি আম বাগানে ঢাকা ব্যাংক লিমিটেড এর অর্থায়নে এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড কোম্পানির সহযোগিতায় এ উপকরণ গুলো বিতরণ হয়।
বানেশ্বরের সিনজেনটা কোম্পানির পরিবেশক মোঃ ইব্রাহিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রাজশাহী রিজিওনের প্রিন্সিপাল অফিসার মোঃ মাইনুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড কোম্পানির রিজিওয়ান সেলস ম্যানেজার মোঃ ইমতিয়াজ ইমরোজ, এরিয়া সেলস ম্যানেজার মোঃ মোজাফফর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাঃ শাহেদা খাতুন, সিনজেনটা কোম্পানির পুঠিয়ার পরিবেশক নূরে আলম সিদ্দিকী, দূর্গাপুরের পরিবেশক রিয়াজুল ইসলামসহ কোম্পানির বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।