মান্দায় শাকিব ফিলিং স্টেশনে জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩; সময়: ৪:৩৬ pm |
মান্দায় শাকিব ফিলিং স্টেশনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ওজনে কম দেওয়ার অভিযোগে শাকিব ফিলিং স্টেশনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার জোতবাজার এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, শাকিব ফিলিং স্টেশনের মালিক বেলাল হোসেনের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসি ল্যান্ড আরও বলেন, অভিযানের সময় ১০ লিটার পেট্রোলে ৫০০ গ্রাম ওজন কম পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনের মালিক বেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানাসহ ফিলিং স্টেশনটি সিলগারা করে দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে