চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উঠান বৈঠক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩; সময়: ৪:৩৩ pm |
চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনার আমলে বাংলাদেশে এখন ঘরে বসেই নারী-পুরুষ তথ্য আপার মাধ্যমে সেবা ও ব্যবসা বাণিজ্য অনলাইনের মাধ্যমে করতে পারছে।

রাজনীতিতে পোকায় ফসলের ক্ষতি হয়, তেমনি কিছু মানুষের জন্য দেশের ভাবমূর্তির ক্ষতি হয়। বিশ্বের কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক এগিয়ে। বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে, এসময় তিনি আগুন সন্ত্রাসীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্র আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, মেয়র একরামূল হক, উপজেলা অওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, সহকারী মাধ্যমিক কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন , উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতিমা খাতুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র/ছাত্রী ও তথ্য আপার সদস্যবৃন্দ।

অপরদিকে উপজেলা পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির প্রতিযোগিতা ফুটবল, কাবাডি, হ্যান্ডবল বালক-বালিকাদের চ্যাম্পিয়ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব উন্নয়ন অধিদপ্তর (টেকাব ২য় পযার্য়ে) আইসিটি প্রশিক্ষণ ভাতা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে