রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮

প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯; সময়: ৯:৪৬ am |
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮

নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বোয়ালিয়া মডেল থানা-১৬ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০৬ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালি থানা-০৭ জন, শাহমখদুম থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে।

এর মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানায় গ্রেপ্তার কৃতরা হলেন, (১) মোঃ আনোয়ার হোসেন @ আনু (৪৩) কে ২১.০৯ গ্রাম হেরোইন ও ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোসাঃ তানজিলা (৩৩) কে ০৭ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (৩) মোঃ বনি ইসলাম @ বনি (৩০) কে ১৭ গ্রাম হেরোইন ও ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ রহিম উদ্দিন(৩৩) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

মতিহার থানা পুলিশ (১) মোঃ শামিম রেজা @ ঘোষ বাবু (৩০) কে ২৬ গ্রাম হেরোইন সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ তালিব ইসলাম (২২) কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ আবু আহাম্মেদ (২৭) কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ মাসুদ রানা (২৫) কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ আব্দুর রহিম (২৩) ও (২) মোঃ মোশারফ সরদার (২৫) দ্বয়কে ০৬ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও ডিবি পুিলশ (১) মোঃ জালাল উদ্দিন(৪২) কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক বিরোধী অভিযান আরএমপি পুলিশের অব্যহত রয়েছে বলেও জানান বিজ্ঞপিÍতে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে