টানা বিক্ষোভের মাঝেই কলকাতা সফরে মোদি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০; সময়: ৫:৫৫ অপরাহ্ণ |
টানা বিক্ষোভের মাঝেই কলকাতা সফরে মোদি

পদ্মাটাইমস ডেস্ক : নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতা জুড়ে বিক্ষোভ চলছে, এ পরিস্থিতিতেই আগামী ১০ই জানুয়ারি কলকাতা সফরে আসছেন প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি। রাতে তিনি থাকবেন রাজভবনে। পরের দিন ১১ই জানুয়ারি কলকাতা পোর্টট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আইনের বিরোধীতা করে প্রতিদিন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করছেন, ঠিক এমন পরিস্থিতিতে কলকাতা সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কয়েক দিন আগেই দিল্লির রামলীলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরোধীতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দিল্লিতে জনসভায় মমতাকে তীব্র কটাক্ষ করে মোদি বলেন, ‘দিদি আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনিই তো সংসদে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরব হয়েছিলেন কিছু বছর আগে৷ হঠাৎ‍ পাল্টে গেলেন কেন?’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে মোদির মন্তব্য, ‘আপনি কলকাতা থেকে সোজা জাতিসংঘে পৌঁছে গেলেন দিদি। রাজ্যবাসীর উপর ভরাস উঠে গেল? গদি আসে, যায়, ক্ষমতা আসে, যায়, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি কী করছেন, কাদের সমর্থন করছেন, সব দেশ দেখছে৷ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তো আপনিই সংসদে সরব হতেন এক সময়৷ কী হল, হঠাৎ‍ বদলে গেলেন? আপনি তো মুখ্যমন্ত্রী৷ জনগণের নির্বাচিত৷ আপনি কী ভাবে সংসদকে অসম্মান করেন?’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে