সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০; সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ |
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত জাকির মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার দামারপোতা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ছুরি জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘মাটিয়াডাঙ্গা গ্রামের কাওসার আলির ছেলে জাকির হোসেনকে (৪০) পুলিশ দু’দিন আগে গ্রেফতার করে। বৃহস্পতিবার মধ্যরাতে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে পুলিশ তার অস্ত্রভান্ডার তল্লাশিতে দামারপোতায় যায়। এ সময় জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় দু’পক্ষের গোলাগুলির মধ্যে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যান।’

তিনি আরও জানান, ‘ জাকির হোসেনের বিরুদ্ধে আব্দুর রশীদ হত্যা, চোরাচালান, ঘের দখল ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে