নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০; সময়: ১:১৪ অপরাহ্ণ |
নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় নওগাঁ সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিজে উপস্থিত থেকে দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এসময় প্রায় ৩০০ অসহায় এবং দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন সহ পুলিশ সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে