রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৬

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ২৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। শুক্রবার আরএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা ২ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালি থানা ১জন, বেলপুকুর ৪ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার ১জন, দামকুড়া ১ জন ও ডিবি পুলিশ ১জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্যসহ আটককারিরা হলেন, চন্দ্রিমা থানা পুলিশ মিঠুন (৩০)কে ৩ গ্রাম হেরোইন, মতিহার পুলিশ টুটুল (৩৩)কে ১ গ্রাম হেরোইন, কাটাখালী থানা পুলিশ নাজমুল হোসেন (৩৫)কে ৫ বোতল ফেন্সিডিল, বেলপুকুর থানা পুলিশ মতিউর রহমান (২৫) ও হাশেম (২৬)কে ৫০ গ্রাম গাঁজা, শাহমখদুম থানা পুলিশ শফিকুল ইসলাম(৩০)কে ৭.৫ গ্রাম হেরোইন, পবা থানা পুলিশ আব্দুল মালেক(২৫)কে ১০ পিচ ইয়াবা, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ সাইদুল ইসলাম (৩৭)কে ৪ গ্রাম হেরোইন, কর্ণহার থানা পুলিশ সম্রাট(২৬)কে ২৪ পিচ ইয়াবা ও ডিবি পুলিশ মকলেস আলী(৩২)কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে