আদিবাসি পল্লীতে মুণ্ডুমালা ফাঁড়ি পুলিশের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির ঝিনাইখোর আদিবাসি পল্লী এলাকায় দুস্থ-ভূমিহীন শীর্তাতদের মধ্যে শীত বস্ত্র বিতারণ করা হয়েছে। শুক্রবার বিকালে তানোর থানা ও মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতারণের সময় উপস্থিত ছিলেন, মুণ্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ (আই সি) সাইফুল ইসলাম, এএসআই সাহাদাৎ হোসেন ও মসিউর রহমানসহ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্যরা। এ সময় ঝিনাইখোর গ্রামের গরীব-দুস্থ ৫৫ জন আদিবাসি পরিবারকে একটি করে ভাল মানের কম্বল দেয়া হয়।