এক বছরে আড়াই হাজার কৃষকের আত্মহত্যা
পদ্মাটাইমস ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে গেল বছর আত্মহত্যা করেছেন আড়াই হাজারের বেশি কৃষক। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এগার মাসেই এ সংখ্যা দুই হাজার ৫৩২। সরকারি তথ্য বলছে, শুধু নভেম্বরেই আত্মহত্যা করেছেন তিন শতাধিক কৃষক।
রাজ্য সরকার গঠন নিয়ে কোন্দলের কারণে সেসময় বিষয়টি নজর এড়িয়ে যায়। অথচ বিগত চার বছরে মাসের হিসেবে এটি ছিল কৃষক আত্মহত্যার সর্বোচ্চ সংখ্যা। শেষবার এক মাসে রাজ্যটিতে ৩শ’র বেশি কৃষক আত্মহত্যা করেছিলেন ২০১৫ সালে।
বলা হচ্ছে, বৃষ্টির মৌসুম না হলেও অক্টোবর মাস থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে ৯৩ লাখ হেক্টর আবাদি জমি। নষ্ট হয়েছে ৭০ শতাংশ শস্য। কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে এ পর্যন্ত সাড়ে ছয় হাজার কোটি রুপির তহবিল ছাড় দেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
ডিসেম্বরেই কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়ার ঘোষণা দেয় নতুন রাজ্য সরকার। ২০১৭ সালে সারা ভারতে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা নেয় কেন্দ্রীয় বিজেপি সরকার। এরপর ১৮ হাজার কোটি রুপি ঋণ নেয় ৪৪ লাখ কৃষক।