দেশের প্রথম মাদক বিরোধী কনসার্ট রাজশাহীতে
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ১২:৩১ পূর্বাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম রাজশাহী মহানগরীতে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী জেলা ইফতেখায়ের আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুর রশীদ প্রমুখ। কনসার্টে অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী পপি ও অপু বিশ্বাস পারফর্ম করবেন।