গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত শিশুর মৃত্যু
পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন লেগে একে একে ১২টি বসতঘর পুড়ে গেছে। এসময় আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর (২ মাস) মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু এলাকার মো. তারেকের ছেলে। তিনি পেশায় জেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একে একে ১২টি ঘর পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া একটি ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, সন্ধ্যা ৭টার দিকে বদিউল আলমের মালিকানাধীন ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
আগুনে পুড়ে গেছে ১২টি বসতঘর। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।