গোদাগাড়ী সমিতির উদ্যোগে মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ১১:৪২ পূর্বাহ্ণ |
গোদাগাড়ী সমিতির উদ্যোগে মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীস্থ গোদাগাড়ী সমিতির পক্ষ থেকে মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার নগরীর সিলিন্দা এলাকার একটি পিকনিক স্পটে আয়োজিত সাধারণ সভা, বনভোজন এবং সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়। গোদাগাড়ী সমিতির সদস্যদের সন্তানদের এই সংবর্ধনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী সমিতির প্রধান উপদেষ্টা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সমিতির সভাপতি কাকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন নিগার সুলতানা চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক গবেষক ড. তসিকুল ইসলাম রাজা, এডভোকেট এজাজুল হক মানু, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ প্রমুখ।

দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে গোদাগাড়ী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়।

২০১৯ সালে অনুষ্ঠিত পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে যেসব মেধাবিকে সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলো- ফারিয়া তাবাসুম, উম্মাতুন নেসা, মাইশা মেহজাবিন, তাকিয়া লাবিবা লুনা, সাব্বির ফয়সাল, মাহির ফয়সাল, মাইশা জাহান, কানিজ ফাতিমা, মুবাররাত রহমান, রাশেদ মাহমুদ রুপম, নাজমুস সাকিব ও ফারহা উলফাত লুবনা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে