ট্রাম্পের ‘যুদ্ধ ঘোষণার’ ক্ষমতা কেড়ে নেয়ার আহ্বান

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ১২:২১ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুদ্ধ ঘোষণার’ ক্ষমতা প্রত্যাহার করে নেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর টিম কেইন। মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানির হত্যার ঘটনায় ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর টিম কেইন এক টুইট বার্তায় এ আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘পরমাণু সমঝোতা নামের একটি কার্যকর কূটনৈতিক চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে আসা এবং ইরানের সঙ্গে আবার সংঘাতে জড়িয়ে পড়ার কারণে আমরা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করার পাশাপাশি আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদেরকে দূরে সরিয়ে দিয়েছে এবং শত্রুদেরকে জোট পাকানোর সুযোগ করে দিয়েছে।’

মার্কিন এ সিনেটর বলেন, ‘ট্রাম্প যাতে আমেরিকাকে আরেকটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে ফেলতে না পারে সেজন্য কংগ্রেসকে আইন পাস করতে হবে।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে