বদলগাছীতে গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তীতে সুবর্ণ-জয়ন্তী উৎসব

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ২:১০ অপরাহ্ণ |
বদলগাছীতে গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তীতে সুবর্ণ-জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয় এর ৫০বছর পূর্তী উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে সূবর্ণ-জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঐ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে গবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে সূবর্ণ-জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের প্রফেসর ড. মোঃ সামছুল আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা শুরু হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮-নওগাঁ-৩ এর মাননীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খাঁন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির, বীর মুক্তিযোদ্ধা ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল মালেক, গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেওয়ান নুরনবী ও প্রধান শিক্ষক মামুনুর রশীদ প্রমূখ।

আলোচনা সভা শেষে ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষকা, ও কর্মচারীদের মাঝে সম্মাননা স্বারক হিসাবে ক্রেষ্ট প্রদান করেন।

অনুষ্ঠনটির সঞ্চালনায় ছিলেন ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বগুড়া জেলার গাবতলী উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে