সোলাইমানির জানাজা পড়াবেন খামেনি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ২:০৭ অপরাহ্ণ |
খবর > আন্তর্জাতিক
পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন বাহিনীর রকেট হামলায় নিহত কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির নামাজে জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিজে।
জানা গেছে, শনিবার বিকালে কাসেম সোলাইমানিসহ পাঁচজনের মৃতদেহ ইরানে পৌঁছার কথা রয়েছে। এরপর মৃতদেহ মাশহাদে ইমাম রেজা (আ.)’র মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রবিবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তাকে দাফন করা হবে।
বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল সোলাইমানিসহ নিহতদের মরদেহও কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন।