যে অস্ত্র দিয়ে হত্যা করা হয় সোলেইমানিকে

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ২:০৮ অপরাহ্ণ |
যে অস্ত্র দিয়ে হত্যা করা হয় সোলেইমানিকে

পদ্মাটাইমস ডেস্ক : ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হত্যা করা হয়। দুটি আমেরিকান এমকিউ-৯ রিপার ড্রোন দিয়ে এই হামলা হয়েছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক জেনারেল অ্যাটোমিকস নির্মিত এই অস্ত্র মার্কিন সামরিক বাহিনী ২০১৭ সাল থেকে ব্যবহার করছে। এর আগে এমকিউ-১ প্রিডেটর ব্যবহার করা হতো। দ্য এমকিউ-৯ রিপারের উল্লেখযোগ্য উড়াল সক্ষমতা, ব্যাপক সেন্সর, বহুবিধ যোগাযোগ সুইট ও নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা রয়েছে।

৯/১১ হামলার পর অস্ত্র হিসেবে ড্রোন ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। আর প্রেসিডেন্ট বারাক ওবামার সময় তার ব্যবহার আরও বেড়েছে। ওবামার পর ট্রাম্প সেটাকে বাড়িয়ে নতুন মাত্রা দিয়েছেন। ২০১৯ সালের মার্চে ওবামা আমলের নীতি প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এতে যুদ্ধাঞ্চলের বাইরে কতজনকে ড্রোন হামলায় হত্যা করা হয়েছে, সেই সংখ্যা প্রকাশ করতে হতো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে