বাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ৪:১৩ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রকল্পের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন চার তলা ভীত বিশিষ্ট ৪ তলা ভবনের ৩য় তলার ছাদ ঢালাই অনুষ্ঠিত হয়।
৩য় তলার ঢালাই কাজের উদ্বোধন করেন ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি প্রভাষক জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমীর আলী দেওয়ান, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, মাস্টার মুসলেম উদ্দীন, কাজের ঠিকাদার চাঁপাই নবাবগঞ্জের সেলিম রেজা, শিশির প্রমুখ। ৩ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।