রাণীনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
রাণীনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়, দলীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

এর আগে কেক কাটাসহ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলার ৮টি ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগ নেতা-কর্মী, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। র‌্যালী শেষে ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচিতি পর্যায় এবং সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসনাত খাঁন হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন সরকার, ছাত্রলীগ নেতা উজ্জ্বল হোসেন, ফরহাদ হোসেন, মিল্টন খন্দকার প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে