নিয়ামতপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বেলা ১১টায় বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। র্যালিটি উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামের মেইন গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মাহাদী হাসান পায়েলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিমান মজুমদার, রায়হান কবির রাজু, সহ-সম্পাদক অজিত কুমার মুন্ডা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আরাফাত হোসাইন রিজন, জাহিদ হাসান রিপন, সাবেক সদস্য কাওসার হোসেন, সবুজ দাস, আরিফ হোসেন, রাহি মোস্তাকিম, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, শাহিন আলম, মনির, জাহাঙ্গীর আলম, মহবত হোসেন, সোহেল রানা, বেলাল হোসেন প্রমুখ।