মান্দায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
মান্দায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় র‌্যালি, আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কাটার মধ্যদিয়ে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টার দিকে দলীয় পতাকা উত্তোলনের পর একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল মাহমুদ বুলেটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহদপ্তর সম্পাদক আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোদাবক্স মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সন্ধ্যা রানী, সাধারণ সম্পাদক মাহফুজা মোর্শেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, ছাত্রলীগনেতা সাইদুর রহমান, মারুফ হোসেন প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে