বাঘায় ধর্ষন চেষ্টা ও তেল চুরির অভিযোগে গ্রেপ্তার ২
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ৬:৫৮ অপরাহ্ণ |
খবর > রাজশাহী / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পৃথক দু’টি ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এর মধ্যে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে সাগর আলী (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। সে উপজেলার হেলালপুর গ্রামের আক্তার আলীর ছেলে। আলাইপুর মাহাজনপাড়া এলাকার ১৯ বছর বয়সের এক মেয়ের ঘরে ঢুকে এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ের চিৎকারে পরিবারের লোকজন তাকে আটক করে।
অপরদিকে ডিজেল তেল চুরির অভিযোগে বাঘা পৌর সভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মুনছার মন্ডলের ছেলে শফিকুল ইসলামকে আটক করা হয়। শনিবার (৪-১-২০২০) তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আগেরদিন দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এদিকেবাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়া হয়। পরে দায়েরকৃত মামলায় দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।