দুর্গাপুরে পুকুর খনন বন্ধে পুলিশ সুপার বরাবর চিঠি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ সুপার বরাবর আবেদন জানানো হয়েছে। শনিবার ডাক যোগে এ আবেদন পাঠান ল’ইয়াস সোসাইটি ফর ‘ল’ নামের একটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের পক্ষে এ্যাডভোকেট জালাল উদ্দিন উজ্জল।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, দূর্গাপুর উপজেলায় উৎপাদনশীল কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী একটি সংগঠন ল’ইয়াস সোসাইটি ফর ‘ল’ হাইকোর্ট বিভাগে জনস্বার্থে ১৮০১/২০১৯ নং একটি রীট পিটিশন দায়ের করেন। যাহা গত ২৪/০২/২০১৯ ইং তারিখে শুননীনান্তে হাইকোর্ট বিভাগ সংশ্লিষ্ট বিবাদীগণের প্রতি রুল জারী করে দূর্গাপুর উপজেলায় উৎপাদনশীল কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে মনিটর করতে এবং তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন। আদালতের উক্ত আদেশ সংশ্লিষ্ট বিবাদীগণের প্রতি যথারীতি জারী হয়েছে। আদালতের উক্ত আদেশ বর্তমানে বলবৎ ও কার্যকর রয়েছে।

কিন্তু দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ আদালতের আদেশ বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন না করায় ইতোমধ্যেই উপজেলায় শত শত বিঘা উৎপাদনশীল কৃষি জমি অবৈধ পুকুর খননের মাধ্যমে ধ্বংস হয়েছে এবং বর্তমানে উক্ত পুকুর খননের ধারাবাহিকতা দিন দিন ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে যা সম্পূর্ণরুপে আদালত অবমাননা। বর্তমান অবস্থার প্রেক্ষিতে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের অধিকতর সক্রিয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ অবস্থায় দূর্গাপুর উপজেলায় আদালতের আদেশ অমান্য করে চলমান সকল অবৈধ পুকুর খনন বন্ধে হাইকোর্ট বিভাগের আদেশ যথারীতি বাস্তবায়নের জন্য পুলিশ সুপারের আইনগত হস্তক্ষেপ অপরিহার্য।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে