রাজশাহী নগরে আড়াই হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
রাজশাহী নগরে আড়াই হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিপুল পরিমানে চোলাই মদসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কাশিয়াডাঙা থানা এলাকার রায়পাড়া থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় ২ হাজার ৫০০ লিটর চোলাই মদ জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান, এস আই মকবুল হোসেন, পিপিএমসহ থানার সংগীয় অফিসার ফোর্সের সহযোগিতায় আরএমপির কাশিয়াডাঙ্গা থানাধীন রায়পাড়া এলাকা হতে চোলাই মদ তৈরির কাঁচামাল, প্রয়োজনীয় সরঞ্জামদি ও আনুমানিক ২ হাজার ৫০০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এসময় চার জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পূর্ব রায়পাড়া এলাকার সালোংগীর ডুবারু (৬০) তার ছেলের জাহেরুল ইসলাম (১৯), স্ত্রী জাহেমা বেগম (৪৫), জাহাঙ্গীর আলমের স্ত্রী সালেনুর বেগম (২৪)। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে