স্কুলে ভয়াবহ হামলা, নিহত ২৮

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০; সময়: ১২:২১ অপরাহ্ণ |
স্কুলে ভয়াবহ হামলা, নিহত ২৮

পদ্মাটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ার ত্রিপোলিতে সামরিক বিদ্যালয়ে হামলার ঘটনায় অন্তত ২৮ ক্যাডেটের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রোববার (৫ জানুয়ারি) সকালে বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাশেমি বলেন, ত্রিপলিতে মিলিটারি স্কুলে বিমান হামলার ঘটনায় ২৮ ক্যাডেট নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন আহত হয়েছে।

হামলার সময় ওই শিক্ষার্থীরা প্যারেডে অংশ নিয়েছিলেন। রাজধানী ত্রিপলির একটি আবাসিক সেক্টরে আল হাদবা আল খাদরা স্কুল অবস্থিত। আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

হামলার ফুটেজে দেখা গেছে, মাটিতে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে জেনারেল খলিফা হাফতারের অনুসারী বিদ্রোহী বাহিনী এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার জেনারেল হাফতারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে