রাণীনগরে ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০; সময়: ২:৩৬ অপরাহ্ণ |
রাণীনগরে ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ফসলি জমিতে পুকুর খনন করার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার বড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আল মামুন।

ভ্রাম্যমান আদালতের বিচারক আল মামুন জানান, উপজেলার বড়গাছা এলাকায় ওই গ্রামের মৃত শের আলীর ছেলে শেখ আহাদ আলী (৫৫) তার ফসলি জমির শ্রেনী পরির্বতন না করে বে-আইনিভাবে পুকুর খনন করছিলেন। এমন খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রাণীনগর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ফসলি জমিতে পুকুর খনন না করতে জন সচেতনতা সৃষ্টির লক্ষে গণ বিজ্ঞপ্তিজারী ও এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে