মার্কিনিদের কাছে ইরানের প্রথম জয়

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০; সময়: ২:৫০ অপরাহ্ণ |
মার্কিনিদের কাছে ইরানের প্রথম জয়

পদ্মাটাইমস ডেস্ক : ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জেরে মার্কিন সরকারের একটি ওয়েবসাইট হ্যাক করেছে ইরানের হ্যাকাররা। ‘ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রাম’ পরিচালনার জন্য মার্কিন সরকার ওই ওয়েবসাইটটি চালু রেখেছিল।

এই ওয়েবসাইটটির মাধ্যমে সরকারি প্রকাশনা জনগণ বিনামূল্যে পেয়ে থাকেন। কিন্তু সেই ওয়েবসাইটটি শনিবার থেকে ইরানি হ্যাকারদের আয়ত্তে চলে যায়। একে ইরান বনাম যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় ইরানের প্রথম জয় হিসেবে দেখা হচ্ছে।

ওয়েবসাইটি আয়ত্তে নেয়ার পর হ্যাকাররা সেখানে একটি বার্তা পোস্ট করেন। বলা হয়, ‘আল্লাহর নামে। >>>>> ইরানের সাইবার সিকিউরিটি হ্যাকাররা হ্যাক করেছে<<<<< এটি ইরানের সাইবার সক্ষমতার একটি প্রমাণ! আমরা সবসময় প্রস্তুত আছি।’

এছাড়া ওই ওয়েবসাইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। যে ছবিতে ইরান ট্রাম্পকে ঘুষি মারছে এমন দৃশ্য দেখানো হয়েছে। সূত্র: ডেইলি মেইল

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে