সোলাইমানির শোক মিছিলে লাখো মানুষের ঢল

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
সোলাইমানির শোক মিছিলে লাখো মানুষের ঢল

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির মৃতদেহ ইরানে নিয়ে আসা হয়েছে। ইরান প্রেসের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, আহভাজ শহরে তার শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

আগামী কয়েকদিন ধরে তার এই শেষকৃত্যানুষ্ঠান চলবে। সাতই জানুয়ারি তাকে নিজ শহর কেরমানে দাফন করা হবে।

শনিবার ইরাকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও অংশ নিয়েছিলেন লাখ লাখ মানুষ। বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া মানুষজন ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে এবং শ্লোগান দেয়, ‘আমেরিকার মৃত্যু চাই’।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে