পোরশায় মুজিব শতবর্ষ পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০; সময়: ৫:১১ অপরাহ্ণ |
পোরশায় মুজিব শতবর্ষ পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব শতবর্ষ বার্ষিকী পালনের লক্ষ্যে নওগাঁর পোরশায় এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টায় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে