সাপাহারে ফ্রিল্যান্সি ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্স-এর সনদপত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
সাপাহারে ফ্রিল্যান্সি ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্স-এর সনদপত্র বিতরণ

নয়ন বাবু, সাপাহার : নওগাঁর সাপাহারে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১৪ দিন মেয়াদী ফ্রিল্যান্সি ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্স-এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে এবং জাইকার সহযোগীতায় রোববার দুপুরে যুব অফিসের হলরুমে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান আব্দুর রষিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, যুব অফিসার ইবনু সাব্বির আহমেদ।

এবার ১৪ দিন মেয়াদে ফ্রিল্যান্সি ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্স এ ২০ জন প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। গত ২৩ ডিসেম্বর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে