আরএমপির অভিযানে আটক ৩৬
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শনিবার ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। রোববার আরএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালি থানা ৩জন, বেলপুকুর ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৬ জন, কর্ণহার ১জন ও দামকুড়া ২ জন ও ডিবি পুলিশ ১জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্যসহ আটককারিরা হলেন, বোয়ালিয়া থানা পুলিশ আশরাফুল ইসলাম (২০)কে ২৫ পিচ ইয়াবা, আশিক (২৪)কে ১৫ পিচ ইয়াবা, রফিকুল ইসলাম (২৮)কে ২০ গ্রাম হেরোইন, চন্দ্রিমা থানা পুলিশ সেন্টু(৩৫)কে ৩ গ্রাম হেরোইন, কাটাখালী থানা পুলিশ আক্তার হোসেন @ আসাদুল(৪২) ও মমিনুল ইসলাম(২৫)দ্বয়কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ চন্দন সরকার @ কালু(২১)কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রাজু আহমেদ @ মিঠু (৩০)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন, জাহেরুল ইসলাম (১৯), সালেনুর বেগম (২৪), জাহেমা বেগম (৪৫), সালোংগীর ডুবারু (৬০)দেরকে ২,৫০০ লিটার চোলাইমদ সহ আটক করে ও ডিবি পুলিশ জাসন (২২)কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।