বাগমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গায় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার মচমইল বাজারে একটি প্রচার মিছিল বের করা হয়। পরে মচমইল বাজারের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন প্রামানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান সজল, আবুল কালাম আজাদ, মহির উদ্দিন, সুকমল, আবেদ আলী, মজিবর রহমান, আব্দুস সাত্তার মাস্টার, নাজমুল হোসেন, জাফর আলী, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক পলাশ মীর, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সহ ৯ নং শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।