নাটোরে ছাত্র হত্যায় প্রেমিকাসহ আটক ৮

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ১১:০৬ পূর্বাহ্ণ |
নাটোরে ছাত্র হত্যায় প্রেমিকাসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের হালসা নবীনকৃষ্ণপুর গ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্র কামরুলকে কুপিয়ে ও চোখ তুলে নিয়ে হত্যার ঘটনায় প্রেমিকা সোনিয়া সহ সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, রোববার রাতে সদর উপজেলার হালসা নবীনকৃষ্ণপুর গ্রামের জনৈক নুরুর বাঁশ ঝাড় থেকে কামরুলের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ অভিযান চালিয়ে প্রেমিকা সোনিয়া সহ ওই আটজনকে আটক করে। নাটোরস্থ রাজশাহী সাইন্স এন্ড টেকনলজি বিশ্ববিদ্যালয়ের (আরএসটি) বিবিএ ছাত্র কামরুলকে শনিবার রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রোববার রাত ৯টার দিকে বাড়ির অদূরের ওই বাঁশঝাড় থেকে কামরুলের বাম চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।

নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে নিহত কামরুলের প্রেমিকা সোনিয়া সহ সন্দেহভাজন ৮জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এছাড়া এই হত্যাকান্ডের কারন ও এর সাথে জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে