গোদাগাড়ী সমিতির সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক মমিনুল

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ১২:৩৬ অপরাহ্ণ |
গোদাগাড়ী সমিতির সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক মমিনুল

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীস্থ গোদাগাড়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পূণ:নির্বাচিত হয়েছেন কাঁকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ। সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুল ইসলাম। তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি চূড়ান্ত ও ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এডভোকেট এজাজুল হক মানু, আব্দুল আউয়াল রাজু ও ডাঃ আইনুল হক, সহ-সাধারণ সম্পাদক কোরবান আলী ও বিরাজ আহমেদ, কোষাধ্যক্ষ সোয়াইবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক লতিফা আকতার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক দিলরুবা খাতুন, ক্রীড়া সম্পাদক এডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, ত্রাণ বিষয়ক সম্পাদক মজিবর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবীব অপু, প্রচার ও গবেষণা সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ। কার্য নির্বাহী সদস্যরা হলেন শহিদুল করিম শিবলী, সোহেল রানা, এজাজুল হক, মেরিনা পারভিন, আশারাফুজ্জামান মল্লিক ও এনামুল হক।

সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ি গোদাগাড়ী সমিতির উপদেষ্ঠা পর্ষদও ঘোষণা করা হয়েছে। এরা হলেন প্রধান উপদেষ্ঠা ওমর ফারুক চৌধুরী এমপি, বদরুজ্জামান রবু, প্রফেসর ডা. খলিলুর রহমান, প্রফেসর বরজাহান আলী, ড. তসিকুল ইসলাম রাজা, প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর আইনুল হক ও রবিউল আলম।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে