পুলিশের গুলিতে আহত, ঘটনাস্থল পরিদর্শপন পুলিশ একাডেমি কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার ফায়ারিং স্কট থেকে ছোড়া গুলিতে এনামুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ একাডেমি কর্তৃপক্ষ।
রোববার সকাল দশটার দিকে চারঘাট চৌরাস্তা মোড়ে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার পুলিশ প্রশিক্ষণ ফায়ারিং পোষ্ট থেকে ছোড়া গুলিতে পথচারী উপজেলার মিয়াপুর গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে এনামূল হক (৭০) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এদিকে আহত এনামূল হকের ভাতিজা মুকুল হোসেন বলেন, এপর্যন্ত আহত ব্যক্তির শরীর থেকে বিদ্ধ গুলিটি বের করতে পারেননি ডাক্তাররা।
বিষয়টি বাংলাদেশ পুলিশ একাডেমি কর্তৃপক্ষ জানতে পেয়ে আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল (ডিআইজি) আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত ডিআইজি মোখলেছুর রহমান (কারিকুলাম), এএসপি প্রশাসন আব্দুস ছালাম, চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ সমিত কুমার কুন্ডু, চারঘাট প্রেসক্লাবের সভাপতি এসএম মোজাম্মেল হক,সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এসময় পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল (ডিআইজি) আব্দুল্লাহেল বাকী উপস্থিত স্থানীয় সাংবাদিক ও জনসাধারনের সাথে কথা বলেন। এব্যাপারে সাধারন মানুষকে আতংকিত না হওয়ার জন্য পর্রামশ দেন এবং বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে পরার্মশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। আহত ব্যক্তির চিকিৎসা ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিকভাবে তার চিকিৎসা খরচ আমরা বহন করছি।