পবায় মাদক বিরোধী ক্যাম্পেইন
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : সমাজ পরিবর্তনের লক্ষ্যে রাজশাহীর পবায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার হরিপুরের আন্ধারকোঠা মিশন প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।
বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্ধারকোঠা মিশনের ফাদার লাজরুস রোজারিও এবং হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব।
স্বাগত বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান। উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মিশনের সিস্টার, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলী।