মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধ
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের নির্দেশে মোহনপুর অবৈধ পুকুর খনন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিলে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে পুকুর খননকারিরা তাদের মেশিন সরিয়ে নেয়। ভ্রাম্যমান আদালত উপজেলার সকলস্থানের পুকুর বন্ধের নির্দেশ দেন।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ঘটনাস্থলে কোনোপ্রকার মেশিনসহ কাউকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলায় পুকুর খনন বন্ধ ঘোষনা করা হয়েছে।