মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা করতে মস্কো যাচ্ছেন মেরকেল
পদ্মাটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকে আগামী ১১ জানুয়ারি মস্কো যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। সোমবার (৬ জানুয়ারি) রুশ প্রেসিডেন্টের গণমাধ্যম শাখার বরাতে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।
ক্রেমলিন বলছে, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল রাশিয়া আসছেন। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ছাড়াও সিরিয়া, লিবিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন এ দুই নেতা।
মেরকেলের মুখপাত্রের বরাত দিয়ে মস্কো টাইমস এক প্রতিবেদনে বলছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস চ্যান্সেলর মেরকেলের সঙ্গে রাশিয়া সফর করবেন।
ইরানিদের কাছে ‘জাতীয় বীর’ হিসেবে পরিচিত কাসেম সোলেইমানিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হয়। গত ২৩ বছর দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। গত শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশে জাতীয় বীর হলেও ইরানি এই সামরিক কমান্ডারকে সন্ত্রাসী হিসেবে মনে করতো মার্কিন যুক্তরাষ্ট্র। তাকে হত্যার পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সামরিক কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন সোলেইমানি।