তানোরে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার ৩ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এরা হচ্ছেন, তানোর উপজেলার মাহালী পাড়ার মৃত তাবজুলের পুত্র মাদকদ্রব্য মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তামছু (৩০), তানোর উপজেলার রায়তান বড়শো গ্রামের সাইদুর রাহমানের পুত্র মাদকদ্রব্য মামলার ২মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইসমাইল হোসেন (২২) ও অপর একটি মাদক মামলার আসামী তানোর উপজেলার মাহালী পাড়ার হুমায়নের পুত্র সুমন (২৪)।

তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তাকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, গত রোববার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে