চাঁপাইনবাবগঞ্জে বেস্ট ড্রিংকিং এর উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৭:৪৬ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে বেস্ট ড্রিংকিং এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিয়ে বেস্ট ড্রিংকিং ওয়াটারের উদ্বোধন করা হয়েছে। কেক ও ফিতা কেটে এর উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক এ.কে.এম. তাজকির-উজ-জামান।

সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের সিসিডিবিতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের সার্বিক সহোযোগীতায় বেস্ট ড্রিংকিং এর যাত্রা শুরু হলো। বেস্ট ড্রিংকিং এর প্রোপাইটার মো. হুমায়ূন কবীর সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর জেলা সম্মনয়ক এস.এস.এ সাফি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোহরাব আলী, মো. মোকসেদুল মোমেনিন, মো. জমেশদ আলী, আক্তারুল হক, আতিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে