সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ১০:১৪ পূর্বাহ্ণ |
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার এ ভাষণটি টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।

সরকারের প্রতিটি বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সাফল্য, চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

সরকারের সূত্রগুলো বলছে, মুজিববর্ষ উদযাপনের বিষয়ও থাকতে পারে জাতির উদ্দেশে ভাষণে। থাকতে পারে রাজনৈতিক বিষয়ের মূল্যায়ন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন শেখ হাসিনা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে