রাজশাহী ওয়াসা বোর্ডের ৩য় সভা
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা বোর্ডের ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী ওয়াসা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী এম শামীম উজ জামান বসুনিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার ভাইস চেয়ারম্যান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। সভায় ওয়াসা বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি লাভ করায় চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী এম শামীম উজ জামান বসুনিয়া ও ভাইস চেয়ারম্যান শাহীন আকতার রেনীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।