গোমস্তাপুরে ৩৩টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতা
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ১২:১১ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভিটাবাড়ি যুব সমাজের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপি গোমস্তাপুর ইউনিয়নের নিজু বাজার সংলগ্ন আমবাগানে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভিটাবাড়ি যুব সমাজ সংগঠনের সভাপতি সারওয়ার জাহানের সভাপতিত্বে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব মো. মজিবুর রহমান, আলহাজ্ব মো. সাবের আলী, সংগঠনের সদস্য জহিরুল ইসলামসহ অন্যরা।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা-উপজেলার ৩৩টি ঘোড়ার দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।