পুঠিয়ায় হাইওয়ে পুলিশের জনসচেতনতামূলক আলোচনা
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : “দেখে শুনে রাস্তা পারাপার হব,নিরাপদে বাড়ী ফিরব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া বিড়ালদহ কলেজ মাঠে মঙ্গলবার সকাল ১১ টায় জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, পবা হাইওয়ের পুলিশ ফাড়ির আয়োজনে এবং ইনচার্জ কাজল কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, বগুড়া রিজিয়ন হাইওয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রায়হান ইবনে রহমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মো. সুলতান আলী প্রমূখ।